বুধবার, নভেম্বর ০৪, ২০০৯

প্রসঙ্গ: অর্পিত সম্পত্তি

তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর ডিফেন্স অব পাকিস্তান রুলস অনুসারে ১৯৬৫ সালের ৯ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে যান, তাঁদের রেখে যাওয়া সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে শত্রু সম্পত্তির নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।
লিংক
কক্সবাজার ও বৃহত্তর বরিশাল জেলার রাখাইনরা তো ভারতে যাননি, গেছেন বর্মায় (অধুনা মিয়ানমার)। তাও রাজনৈতিক কারণে নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে। বিশেষ করে বৃহত্তর বরিশাল জেলার রাখাইনরা দেশান্তরী হয়েছেন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে। তাঁদের রেখে/ফেলে যাওয়া জায়গাজমিগুলো অর্পিত সম্পত্তি হয় কী করে? রাখাইনদের তথাকথিত অর্পিত সম্পত্তিগুলোর খুব সামান্য অংশ পারিবারিক অংশীদারদের দখলে রয়েছে, এর বেশির ভাগ অংশই বেদখল করে রেখেছে প্রতিবেশী প্রভাবশালী মুসলমানরা।
আশা করি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন) ২০০৯-এর বলে রাখাইনদের তথাকথিত অর্পিত সম্পত্তিগুলো প্রকৃত পারিবারিক অংশীদাররা ফেরত পাবেন।