বুধবার, নভেম্বর ১৮, ২০০৯

প্রসঙ্গ: মেজর ডালিম

আজকের প্রথম আলোনারীমঞ্চ পাতায় হামিদা সেরনিয়াবত (আবদুর রব সেরনিয়াবতের কন্যা)-এর লেখা সেই রাতের কথা পড়ছিলাম। লেখাটির শেষ পর্যায়ের মেজর ডালিম মামিকে (বেগম মুজিব) মা বলে ডাকত। এই বাক্যটিতে আমার চোখ আটকে গেল।
উপরের তথ্যটি ছাপা অক্ষরে এর আগে দেখিনি। বাঁকা হরফের এই বাক্য দ্বারা অনুমিত হয় যে, বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে মেজর ডালিমের আন্তরিক সম্পর্ক ছিল কিংবা বঙ্গবন্ধুর বাড়িতে তাঁর অবাধ (?) যাতায়াত ছিল।
১৯৭৫-এ আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম। '৭৫-র পরবর্তী সময়ে সিনিয়র অনেকের মুখ থেকে একাধিকবার শুনেছি যে, মেজর ডালিমের স্ত্রী বঙ্গবন্ধুর ছেলে কর্তৃক লাঞ্ছিত হয়েছিলেন। এর প্রতিশোধ নিতেই নাকি তিনি বিপথগামী সেনা অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে ১৫ আগস্টের ঘটনায় অংশীদার হয়েছিলেন।
এ ব্যাপারে কেউ রেফারেন্স/লিংক/তথ্য দিলে আমার বিভ্রান্তি দূর হয়।