শনিবার, অক্টোবর ৩১, ২০০৯
প্রান্ত শ্রেণীর মানুষদের যাপিত জীবন!
মূলধারার মানুষ না হলে জীবন চলার পথে কত রকমের বিড়ম্বনায় যে পড়তে হয় তা ভুক্তভোগী মাত্র্রই জানেন। আর রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার কাহিনীতো আরও দী্র্ঘ। প্রজাতন্ত্রের নাগরিক হয়েও তাঁরা রাষ্ট্র কর্তৃক বিমাতাসুলভ আচরণের শিকার হন। এভাবেই তাঁরা এ জীবনকে যাপন করে চলেন। প্রজন্ম পরম্পরা এভাবেই কি চলতে থাকবে? ভিশন ২০২১-এ কি এসব ধর্মীয় ও ভাষাগত প্রান্তিক মানুষদের চিত্র প্রতিবিম্বিত হয়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন